মির্জা ফখরুলের সঙ্গে আলোচনায় বসেছেন অধ্যক্ষ আজিজীসহ যে ১১ শিক্ষক

১৯ অক্টোবর ২০২৫, ১২:৫৩ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ০১:০৩ PM
মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকরা

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকরা © সংগৃহীত

তিন দফা দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন  শিক্ষকদের আন্দোলনে সমর্থন দিয়েছে। এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষক নেতারা। 

জানা গেছে, রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় চলমান আন্দোলন ও শিক্ষকদের দাবি-দাওয়াসহ সার্বিক বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন ১১ শিক্ষক। 

বৈঠকে উপস্থিত শিক্ষকরা হলেন, অধ্যক্ষ মাঈন উদ্দিন, অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী, অধ্যক্ষ আলাউদ্দিন, মো. আবু তালেব সোহাগ, নুরুল আমিন হেলালী, আশরাফুজ্জামান হানিফ, আবুল বাশার, শান্ত ইসলাম, মিজানুর রহমান, মিজানুর রহমান মাহিন ও আব্দুল হাই সিদ্দিকী। 

এর আগে, দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষকদের তিন দফা দাবির এ আন্দোলনের অন্যতম সংগঠক এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি ‍অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী।

তিনি বলেন, আজ দুপুর ১২টায় বিএনপির মহাসচিবের সঙ্গে আন্দোলন সংক্রান্ত ব্যাপারে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এজন্য আমাদের নির্ধারিত কর্মসূচি ‘ভূখা মিছিল’ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়: বেরোবি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫