পবিপ্রবি শিক্ষক  ড. মামুনের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশের দাবি ইউট্যাবের

১৫ আগস্ট ২০২৫, ০৭:৪১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:০৪ PM
ইউট্যাবের লোগো

ইউট্যাবের লোগো © টিডিসি সম্পাদিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বেসিক সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও ইউট্যাব নেতা অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন ও দুর্নীতিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ এনে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট। বৃহস্পতিবার (১ ৪ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ লিপিতে বলা হয়, ওই সংবাদে ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং পবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মনগড়া এবং বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ। দীর্ঘদিন ধরে তিনি সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন।

প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ পবিপ্রবিতে বিভাগের চেয়ারম্যান, রিজেন্ট বোর্ডের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় তাঁর সততা ও নিষ্ঠা সহকর্মী ও শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে।

ইউট্যাব নেতারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য দীর্ঘদিন ধরে অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এ ধরনের সংবাদ শিক্ষক সমাজের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি ব্যক্তিগত সম্মানহানির অপচেষ্টা বলেও দাবি করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে চলতে অনুরোধ করা হয়। পাশাপাশি শিক্ষক সমাজকে অপপ্রচার ও বিভ্রান্তি থেকে রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানানো হয়। 

বিএনপির শোক বইয়ে স্বাক্ষর করলেন জামায়াত নায়েবে আমির
  • ৩১ ডিসেম্বর ২০২৫
রাজধানীর ৩ সড়কে যান চলাচল সীমিত থাকবে, জানাল আইএসপিআর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে যা যা করা যাবে না, নির্দেশনা দিল ডিএমপি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫