থ্যালাসেমিয়া বাধা কাটিয়ে এসএসসি ফলপ্রার্থী তানজিম দুই প্রতিষ্ঠানের উদ্যোক্তা

১৮ মে ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৬:০৬ PM
তানজিম আহমেদ

তানজিম আহমেদ © টিডিসি সম্পাদিত

তানজিম আহমেদ (১৬)। সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছেন তিনি। থ্যালাসেমিয়ার সাথে লড়াই করেও, এই কিশোর নিজ উদ্যোগে গড়ে তুলেছেন দুইটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান। মাত্র দেড় বছরের ব্যবধানে দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করেছেন প্রায় লাখ টাকা।

তানজিমের বাড়ি রাজধানীর রায়ের বাজারে। তিনি রায়ের বাজার উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। তারা দুই ভাই-বোনই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। 

মাত্র ১২ বছর বয়স থেকেই আয় করতে শুরু করেন তানজিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উদ্যোক্তা হওয়ার জন্য আমার কোনো রোল মডেল ছিল না। নিজেকে আর্থিকভাবে স্বনির্ভর করা, নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা, পরিবারের পাশে দাঁড়ানোর তাড়না থেকেই আমার উদ্যোক্তা হয়ে ওঠা। সামান্য মূলধন নিয়েই ২০২৪ সালে চালু করি নিজের প্রথম অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান ‘Gadget Bikreta’।আমি নিজেই এর মার্কেটিং, বিক্রয়, কাস্টমার সার্ভিস, এমনকি গ্রাফিক ডিজাইনও করেছি। ধীরে ধীরে আমি এটি বড় করেছি এবং এখন QCY ও Awei এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টি-যুক্ত পণ্য বিক্রি করি। এ পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় ৬০,০০০ টাকা আয় করেছি।’

তিনি আরও বলেন,  ‘এই প্রতিষ্ঠানের আয় থেকে আমি তৈরি করেছি নিজের দ্বিতীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘ThreadVerse Co.’। এটি মূলত একটি মিনিমালিস্ট ফ্যাশন ব্র্যান্ড। যেখানে তরুণদের জন্য আমি নিজেই ডিজাইন করি ড্রপ-শোল্ডার টি-শার্ট ও হুডি। ২০২৫ সালে প্রতিষ্ঠা করা এ প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত আমি প্রায় ৪০০০০ টাকার মতো আয় করেছি।’  

উদ্যোক্তা হওয়ার যাত্রা খুব একটা মসৃণ ছিল না জানিয়ে তানজিম বলেন, ‘স্বল্প মূলধন, পর্যাপ্ত গ্রাহকের অভাব, গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, মার্কেটিং, পণ্যের গবেষণা —সবই নিজে নিজে শিখে করেছি। শুরুর দিকে আমার তেমন কোনো ফান্ডিং ছিল না, গ্রাহকও ছিল না পর্যাপ্ত, বয়স কম হওয়ায় মানুষ পাত্তা দিতে চাইতো না।’ 

তিনি আরও বলেন, অসুস্থতা আমার জীবনের অংশ হলেও, আমি কখনও এটিকে আমার সীমাবদ্ধতা হতে দিইনি। ক্লান্তি, অসুস্থতা, হাসপাতালে ছোটাছুটি, ও ব্যথাকে সঙ্গে নিয়ে নিজের স্বপ্ন পূরণে ছুটে চলেছি। আমি মনে করি ইচ্ছাশক্তির জোরে যেকোনো প্রতিকূলতাকে পাশ কাটিয়ে জীবনে সফল হওয়া সম্ভব।   

‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫