ওসমান হাদির সুস্থতা কামনায় ঢাকা কলেজে ছাত্রশিবিরের দোয়া মাহফিল

১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ PM
ঢাকা কলেজ কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলে শিবিরের নেতাকর্মীরা

ঢাকা কলেজ কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলে শিবিরের নেতাকর্মীরা © টিডিসি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় ঢাকা কলেজ কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

দোয়া মাহফিলে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন বলেন, ‘ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকারী ও তাদের মদদদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে অন্তর্বর্তী সরকার ও আইশৃঙ্খলা বাহিনীকে আল্টিমেটাম দেওয়া হলো।’ 

তিনি আরও বলেন, ‘আজ ওসমান হাদি ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, জুলাই বিপ্লব ব্যর্থ হবে। তাই পতিত ফ্যাসিস্ট ও ভারতের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। কাঁধে কাঁধে মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণ সকল দল মত একসঙ্গে কাজ করতে হবে।’

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় বক্স কালবার্ট রোডে নির্বাচনি গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। পরে তাৎক্ষণিক রিকশায় করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে রেখে প্রাথমিক আস্ত্রপাচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়: বেরোবি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫