৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর আহ্বান ছাত্রদলের

২০ নভেম্বর ২০২৫, ০৮:১৫ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য দুইমাসের মতো সময় দেয়া হয়েছে। বিগত কয়েকটি বিসিএসের অভিজ্ঞতায় দেখা যায়, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মাঝে ৬ মাস থেকে ১৫ মাস পর্যন্ত সময় দেয়া হয়েছে। সেক্ষেত্রে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের দাবি, এতো অল্প সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি কোনভাবেই সম্ভব নয়। এটা বৈষম্য ও অন্যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বিষয়ে সরকারি কর্মকমিশনকে লিখিত পরীক্ষার বিষয়টি যৌক্তিকতা ও ন্যায্যতার ভিত্তিতে পুনর্বিবেচনার আহবান জানিয়েছেন। শুধুমাত্র সময়ের বিবেচনায় কোন অন্যায্যতা করার সুযোগ নেই। ৯ নভেম্বর পিএসসির সামনে পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায়ও তারা নিন্দা জানান।

শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫