বুয়েট শিক্ষার্থীদের 'লংমার্চ টু ঢাকা' আজ © সংগৃহীত ছবি
সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় সারা দেশের প্রকৌশলীদের নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আজ বুধবার (২৭ আগস্ট) তিন দফা দাবিতে এ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।
গতকাল (মঙ্গলবার) রাত ৮টায় এ ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালীউল্লাহ। প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বলেন, বুধবার সকাল ১০টা থেকে শাহবাগে জমায়েত শুরু হবে। এদিন সারা দেশের সব প্রকৌশল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-