ধানমন্ডি ৩২ নম্বরে ‘ভুলে’ শিবির নেতার ওপর হামলা

১৪ আগস্ট ২০২৫, ১০:৩৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৮ AM
হামলার শিকার হওয়া মুহাম্মদ মামুন

হামলার শিকার হওয়া মুহাম্মদ মামুন © সংগৃহীত ছবি

১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। অবস্থানকালে ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে সেখানে অবস্থান নেওয়া বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে ভুল বুঝতে পেরে দু:খপ্রকাশ করেছে ঘটনায় জড়িতরা। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার পর এই ঘটনা ঘটেছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়েছে।

জানা গেছে, হামলার শিকার ওই শিবির নেতার নাম মুহাম্মদ মামুন। তিনি ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।

বিষয়টি নিশ্চিত করে মামুন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সেখানে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা মব মব ক্রিয়েট করে হামলা করছে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ও হামলাকারীদের বারবার পরিচয় আমার পরিচয় দিলেও তা শুনেননি। তবে পরবর্তীতে ধানমন্ডি শাখা ছাত্রদলের এক নেতা ঘটনার মিমাংসা করেছেন।

সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মামুন ঢাকা কলেজের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তিনি ধানমন্ডি ৩২ নাম্বার হয়ে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় তার ওপর হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে পরিচয় জানার পরে একজন সবার পক্ষ থেকে ‘সরি’ বলছে। বিষয়টি সেখানেই সমাধান হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ঘটনাস্থলে একটু আগে এসেছি। এরকম কিছু শুনিনি। এটা ভুল বোঝাবুঝি হতে পারে। তারপরও খোঁজ নিচ্ছি।

জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫