ছাত্রলীগের সংশ্লিষ্টতা, ছাত্রদলের ৬ জনকে অব্যহতি

০৯ আগস্ট ২০২৫, ০১:০৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৪৪ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি আবাসিক হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। মোট ৫৯৩ জন শিক্ষার্থী এই হল কমিটিতে পদ পেয়েছেন। এই কমিটির ডজন দুয়েক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী স্থান পেয়েছে বলে অভিযোগ উঠে। পরে তদন্ত করে নতুন কমিটির ৬ নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছিল দলটির কেন্দ্রীয় শাখা।

শুক্রবার (৮ আগস্ট) রাতে ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই কমিটি বিলুপ্তির অনুমোদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ হল কমিটি প্রকাশিত হয়। কমিটি ঘোষণার পর বিভিন্ন হলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়: বেরোবি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫