সাকিবের জাতীয় দলে ফেরার পথ বাতলে দিলেন তামিম

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ PM
তামিম ইকবাল ও সাকিব আল হাসান

তামিম ইকবাল ও সাকিব আল হাসান © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ক্রিকেটের দুই সুপারস্টার সাকিব আল হাসান ও তামিম ইকবাল, একসময় ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধনে ফাটল ধরে, যা গেল বছর দুয়েক জুড়েই আলোচনায়। ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনে এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে সাকিব, এমন সময়ই বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম। দীর্ঘ অনুপস্থিতির কারণে জাতীয় দলের বাইরে সাকিব। ফলে প্রশ্ন উঠছে, তামিম বিসিবি সভাপতি হলে সাকিব কি আবার দলে ফিরতে পারবেন?

তামিমের ভাষ্যমতে, ‘সে একজন একটিভ ক্রিকেটার। সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে যোগ্য। তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে। তাকে দেশে ফেরানোটা আমার হাতে নেই। এখানে আইনি বিষয় জড়িয়ে আছে।’

সাকিবের মামলার খড়গ প্রসঙ্গে তামিম বলেন, ‘দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। তার বিরুদ্ধে মামলা আছে, সে যদি সেগুলোর মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকান ক্রিকেটার নয়, পর্তুগিজ ক্রিকেটার নয়, সে বাংলাদেশের।’

সাবেক এই অধিনায়ক যোগ করেন, ‘কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না। এটা সাকিবেরও দেশ, ক্যারিয়ারটাও তার, সুতরাং এসব সে করবে কি না সেটা তার সিদ্ধান্ত। এটা আমি বলে দিতে পারি না।’ 

‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫