ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে মেধাবৃত্তি পাচ্ছেন মাদরাসার ৬৮ শিক্ষার্থী

৩০ জুন ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:০১ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারাদেশের বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসা থেকে মেধা বৃত্তি প্রদানের জন্য ৬৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। ফাজিল (স্নাতক) পাস, ফাজিল (স্নাতক) অনার্স, কামিল দুই বছর মেয়াদী এবং কামিল এক বছর মেয়াদী মাস্টার্স কোর্স পরীক্ষা-২০২২ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য হতে ট্যালেন্টপুলে ১৬ জন ও বিষয়ভিত্তিক সাধারণ বৃত্তির আওতায় ৫২ জনকে এ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মনোনীত শিক্ষার্থীরা নিজেরা অথবা তাদের প্রতিনিধি মারফত বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে বৃত্তির অর্থ উত্তোলন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীকে সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, পরীক্ষার রেজিস্ট্রেশনের ফটোকপি (যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পেয়েছেন) এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

বৃত্তির অর্থের পরিমাণ সম্পর্কে বলা হয়, সম্মিলিত মেধাক্রম অনুযায়ী ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ১৫ হাজার টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ১০ হাজার টাকা করে পাবেন।

ঐক্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫