শীতার্ত মানুষের জন্য ঢাকা কলেজ ছাত্রশিবিরের অনন্য উদ্যোগ

২৬ নভেম্বর ২০২৫, ১০:৪৪ AM
ঢাকা কলেজ ছাত্রশিবির

ঢাকা কলেজ ছাত্রশিবির © টিডিসি ফটো

'শীতার্ত মানুষের পাশে দাঁড়াই' স্লোগানকে সামনে রেখে 'মানবতার দেয়াল স্থাপন কর্মসূচি'র আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা কলেজ মেইন গেট সংলগ্ন দেয়ালে 'মানবতার দেয়াল' স্থাপন করে সংগঠনটি।

মানবতার দেয়াল স্থাপন কর্মসূচি'র উদ্বোধন করেন ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা সভাপতি মোস্তাকিম আহমেদ। এতে সংগঠনটির কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, মিরপুর সড়ক সংলন্ন ঢাকা কলেজের সীমানাপ্রচীরের দেয়ালে দুটি কাপড়ের হ্যাঙ্গার ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে একটি ব্যানারের মাধ্যমে মানবতার দেয়ালে স্বেচ্ছায় শীতের কাপড় প্রদানের আহ্বান জানানো হয়েছে। মানবতার দেয়ালে শীতার্ত মানুষের জন্য শীতের বেশকিছু সংখ্যক শীতের পোশাক দেওয়া হয়েছে।

এ বিষেয়ে ঢাকা কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনায় দেশব্যাপী শীতার্ত মানুষের পাশে দাড়ানোর কর্মসূচির আওতায় আমরা মানবতার দেয়াল স্থাপন কর্মসূচির উদ্যোগ নিয়েছি। সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান থাকবে মানবতার দেয়ালে শীতের পোশাক দেওয়ার জন্য। আর যাদের শীত নিবারণের সামর্থ্য নেই তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনার শীতের পোশাক মানবতার দেয়াল থেকে সংগ্রহ করবেন। এছাড়াও কারো যদি শীতের পোশাক কেনার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব।

 

 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫