আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় দিলেন শিক্ষার্থীরা

১৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ PM
আকিব আহমেদ ও শেয়ারকৃত পোস্টের স্ক্রীনশট (বাম থেকে)

আকিব আহমেদ ও শেয়ারকৃত পোস্টের স্ক্রীনশট (বাম থেকে) © সংগৃহীত

আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে ফের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত শিক্ষার্থীর নাম আকিব আহমেদ, সে ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে তাকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির উপস্থিততে তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

এসময় শিক্ষার্থীরা লীগ ধর, জেলে ভর; আওয়ামী লীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর;  ইত্যাদি স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, অভিযুক্ত শিক্ষার্থী আকিব বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট করতো। তার ফেসবুক আইডি ঘেটেও এসম্পর্কিত বিভিন্ন পোস্ট পাওয়া গেছে।  সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন পালন করতে যেয়ে বিভিন্ন স্থান থেকে আটককৃতদের প্রতি সহানুভূতি এবং বিভিন্ন আওয়ামী এক্টিভিটিস্টদের লেখা শেয়ার দিতে দেখা গেছে। এসবের প্রেক্ষিতেই আজকে পরীক্ষা দিতে আসলে তাকে আটক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি শোনার সাথে সাথেই আমরা প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হই এবং অভিযুক্ত শিক্ষার্থীকে নিয়মানুযায়ী ইবি থানায় সোপর্দ করি। পুলিশ প্রশাসন পরবর্তীতে আইন অনুযায়ী তার ব্যাপারে ব্যবস্থা নিবে।

শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫