গকসু নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ 

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ PM
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জিএস প্রার্থীর বিরুদ্ধে

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জিএস প্রার্থীর বিরুদ্ধে © টিডিসি সম্পাদিত

নির্বাচনী প্রচারণায় ভোটারদের কোমল পানীয় ও বিস্কুট বিতরণের মাধ্যমে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে আসন্ন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের এক সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীর বিরুদ্ধে। 

অভিযোগ সূত্রে জানা যায়, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত জিএস প্রার্থীর নাম আফসানা মিমি। তিনি নির্বাচনী আচরণবিধি অমান্য করে বিভিন্ন সময়ে নির্বাচনী প্রচারণায় ক্লাসরুমে প্রচারণা চালাতে গিয়ে ভোটারদের মাঝে কোমল পানীয় ও বিস্কুট বিতরণ করেছেন। যা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে।

নির্বাচনী আচরণবিধি ধারা ১০ (ঙ) তে উল্লেখ আছে, নির্বাচনী প্রচারণার জন্য কোথাও কোনো ক্যাম্প, প্যান্ডেল করা যাবে না। ভোটারদের কোনো প্রকার কোমল পানীয়, খাদ্য পরিবেশন বা উপঢৌকন প্রদান করতে পারবে না।

অভিযুক্ত প্রার্থীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিভিন্ন ডিপার্টমেন্টে গেছি এমন না। আজ রাজনীতি প্রশাসন বিভাগে গিয়েছিলাম যেখানে অনেক পূর্ব পরিচিত শিক্ষার্থী ছিলেন। তারা খেতে চাওয়ার কারণে এ ব্যবস্থা।’

বিভিন্ন সময়ে ছাত্রাবাসগুলোতেও ভোটারদের খাওয়ানো হচ্ছে এ প্রসঙ্গে তিনি বাকি প্রার্থীদের বিষয়ে অভিযোগ করতে গিয়ে বলেন, ‘মেসে গেলে তো ওটা (খাওয়ানো) করাই লাগে, আমিও করতেছি। অনেকেই তো সেগুলা করছে।’

রিটার্নিং অফিসারের দপ্তর জানায়, ‘ইতিমধ্যে এ বিষয়ে লিখিত অভিযোগ এসেছে। যাচাই-বাছাই করে অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।’

বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ
  • ০১ জানুয়ারি ২০২৬
চবির ‘এ’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দেখা যাবে দুইভাবে
  • ০১ জানুয়ারি ২০২৬
সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
  • ০১ জানুয়ারি ২০২৬
বুড়ি তিস্তা খননকে ঘিরে ডিমলায় সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
  • ০১ জানুয়ারি ২০২৬
২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ: শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া…
  • ০১ জানুয়ারি ২০২৬