ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে হওয়া এই বিপ্লবকে বিপথগামী করা যাবে না: ড. মাহমুদুর রহমান

উত্তরা ইউনিভার্সিটিতে সেমিনার 

৩১ জুলাই ২০২৫, ০৭:২৫ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
উত্তরা ইউনিভার্সিটিতে সেমিনার 

উত্তরা ইউনিভার্সিটিতে সেমিনার  © টিডিসি সম্পাদিত

‘বই, বিপ্লব ও ভবিষ্যৎ : জুলাই ২০২৪ এর দৃষ্টিকোণ’ শীর্ষক শিরোনামে উত্তরা ইউনিভার্সিটি এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ইউনিভার্সিটির কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির এম. আজিজুর রহমান লাইব্রেরির উদ্যোগে এই সেমিনারে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। সেমিনারে প্রধান অতিথি ও কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। 

এ সময় জুলাই গণঅভ্যুত্থানের সম্মান রক্ষায় তরুণদের উদ্দেশ্যে ড. মাহমুদুর রহমান বলেন, ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই বিপ্লব হয়েছে। এই বিপ্লবকে বিপথগামী করা যাবে না। সকল বিভেদ ভুলে ঐক্য ধরে রাখতে হবে। কোনো প্রকার ফ্যাসিস্টি ও স্বৈরাচারকে আর সুযোগ দেওয়া হবে না। শিক্ষার্থীরা হলে আগামীর ভবিষ্যৎ, দেশ পরিচালনা করতে হলে অধিক পড়ালেখার কোন বিকল্প নেই, প্রচুর জানতে হবে ও দেশের স্বার্থ রক্ষার তোমাদের এগিয়ে আসতে হবে।’

গণঅভ্যুত্থানের শিক্ষার্থীদের পাশে সবসময় উত্তরা ইউনিভার্সিটি ছিল এমনটি মন্তব্য করে প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে, তোমরা অনেক কিছু করতে পারো। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে দেশ, জাতি তথা সমাজের উন্নয়নেও কাজ করতে। 

জুলাই বিপ্লবকে কেন্দ্র করে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই কুইজে বিজয়ীদের পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, বিভিন্ন অনুষদের ডিন, ডিরেক্টর, বিভাগীয় প্রধানরা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী।

প্রসঙ্গত, ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠাভ্যাস, ইতিহাস সচেতনতা ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে উক্ত সেমিনার আয়োজন করা হয়। এছাড়া, জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ ও সামাজিক জাগরণের প্রতীক হিসেবে আগামীতে দেশ গড়াতে কীভাবে সহায়তা করবে এসব বিষয়গুলো উঠে আসে সেমিনারে।

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫