তারেক রহমানের সান্নিধ্যে উচ্ছ্বসিত ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব

২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ PM
তারেক রহমানের সান্নিধ্যে উচ্ছ্বসিত ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব

তারেক রহমানের সান্নিধ্যে উচ্ছ্বসিত ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব © টিডিসি সম্পাদিত

দীর্ঘ ১৯ বছর পর আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ভবনে বিএনপিসহ দলটির ১৩টি অনুমোদিত অঙ্গসংগঠনের অফিস। বেলা ৪টার দিকে সেখানে গিয়ে পৌঁছান তিনি। এ সময় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণও এসময় উপস্থিত ছিলেন। 

এরপর দোতলার বারান্দায় গিয়ে বাইরে অপেক্ষমাণ হাজারো নেতাকর্মী উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান। পরে কার্যালয়ে তার অফিস কক্ষে গিয়ে বসেন তিনি। তখন তার সঙ্গে বিএনপিসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটোসেশনেও অংশ নেন। 

তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ফটোসেশনে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষ নেতারাও। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সান্নিধ্য পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।

তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশগ্রহণের ছবি ফেসবুকে দিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির লেখেন, মাননীয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ।

সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া লেখেন, আলহামদুলিল্লাহ। শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমকেও।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫