নুর-রাশেদের জন্য আসন ছাড়ায় তারেক রহমানকে ধন্যবাদ গণঅধিকারের 

২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ PM
তারেক রহমান, নুরুল হক নুর ও রাশেদ খাঁন (ডান থেকে)

তারেক রহমান, নুরুল হক নুর ও রাশেদ খাঁন (ডান থেকে) © টিডিসি সম্পাদিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বুধবার (২৪ ডিসেম্বর) এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদ পতনে যুগপৎ আন্দোলনের অবদানের প্রতি সম্মান জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের সংসদীয় আসন পটুয়াখালী-০৩ এবং সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের আসন ঝিনাইদহ -০৪  এ কোনো প্রার্থী দেবে না বিএনপি। বিএনপি’র এই সিদ্ধান্তের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রহমানকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ।

এতে বিশেষভাবে উল্লেখ করা হয়, নুর ও রাশেদ গণঅধিকারের দলীয় প্রতীক ট্রাক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এটাকে নির্বাচনী জোট হিসেবে বিবেচনার সুযোগ নেই। 

এর আগে, আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আরও ৭টি আসন ছাড় দেওয়ার ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শরীকদের জন্য ছাড়া আসনগুলো হচ্ছে—ঢাকা-১২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস ও কুমিল্লা-৭ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। 

আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫