রাশেদ খানের পুরোনো ছবি সম্পাদনা করে ছড়িয়ে ‘অপপ্রচার’

১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ AM
রাশেদ খান (বামে) ও ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি

রাশেদ খান (বামে) ও ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি © টিডিসি সম্পাদিত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে তাকে আটক করা হয়েছে। ছবিতে রাশেদের প্যান্ট-শার্টে কাঁদামাটি লেগে থাকতে দেখা গেছে। ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।

এই মুহূর্তে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ করছেন জানিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ২০২২ সালে তৎকালীন সময়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন জেল থেকে ছাড়া পাওয়ার পর তাকে দেখতে নেত্রকোনায় যায় নেতাকর্মীরা। তখন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। আমি তখন কাঁদার মধ্যে পড়ে যাই। এই ছবিকে এখন কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এআই দিয়ে সম্পাদনা করে প্রচার করছে।

সম্মানহানি করার জন্য কিছু লোক এই কাজ করছেন দাবি করে রাশেদ বলেন, অনেকে বলছেন আমাকে গ্রেপ্তার করা হয়েছে। যদি গ্রেপ্তার করা হতো তাহলে তো আমি এভাবে গণসংযোগ করতে পারতাম না। আমি জনগণের সাথেই আছি।

আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫