সংস্কার না হলে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না: ফয়জুল করীম

২৭ জুন ২০২৫, ১০:১৬ AM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৩:৩২ PM
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম © সংগৃহীত

সংস্কার না হলে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, সংস্কার না হলে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। বাংলাদেশ নির্বাচন ব্যবস্থার যে প্রচলিত পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে এক হাজার বছরেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না। 

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় পাংশা পৌরসভা চত্বরে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৯৭৩ সাল থেকে দ্বাদশ জাতীয় সংসদ পর্যন্ত সেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলো গ্রহণযোগ্য নির্বাচন ছিল না। ১৯৭৩ সালে আওয়ামী লীগ যে ২৯০টি সিট পেয়েছিলেন সেই নির্বাচন সুষ্ঠু  নির্বাচন ছিল না। আওয়ামী লীগের আমলে যে সব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে যারা যতটুকু অপরাধ করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে।

পাংশা উপজেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবিরের সভাপতিত্বে গণসমাবেশে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী আতিকুল রাহমান মুজাহিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফেরদাউস আল আজাদসহ বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫