সেই নেতা ‘সভাপতির দায়িত্ব’ পালন করলেও বর্তমানে যুবদলের সাথে সম্পৃক্ত: ছাত্র ইউনিয়ন

২৮ মে ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৬:২৩ PM
বিবৃতি

বিবৃতি © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজের ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের এক নেতা ‘আবরার ফাহাদকে হত্যা জায়েজ ছিল’ বলে মন্তব্য করেছেন। তিনি ঢাকা মহানগরের সভাপতির দায়িত্ব পালন করছেন বলে ফেসবুকের প্রোফাইল সূত্রে জানা গেছে। এরপর ফেসবুকে এই নেতার আইডিটি খুঁজে পাওয়া যায়নি। আজ বুধবার (২৮ মে) দুপুরের পর এই স্ট্যাটাসটি ভাইরাল হলে তা নিয়ে চলে আলোচনা-সমালোচনা। 

তবে ছাত্র ইউনিয়ন বলছে, সেই নেতা ‘সভাপতির দায়িত্ব’ পালন করলেও বর্তমানে যুবদলের সাথে সম্পৃক্ত। আজ সন্ধ্যায় ‘ছাত্র ইউনিয়নের সাথে সংশ্লিষ্ট নন এমন কারও বক্তব্যের দায়ভার ছাত্র ইউনিয়নের নয়’ শীর্ষক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যুদ্ধাপরাধী এটিএম আজহারের মুক্তিকে কেন্দ্র করে আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে সমর্থন করে মন্তব্য করা শাহরিয়ার ইব্রাহিম ছাত্র ইউনিয়নের সাথে সংশ্লিষ্ট কেউ নন, তার বক্তব্যের দায়ভার ছাত্র ইউনিয়নের নয়। আবরার ফাহাদের হত্যাকাণ্ড নিয়ে ইব্রাহিমের বক্তব্য ছাত্র ইউনিয়ন সমর্থন করে না। শাহরিয়ার ইব্রাহিম একদা ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি জাতীয়তাবাদী যুবদলের সাথে সম্পৃক্ত জানা গিয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্য প্রত্যাখান করেন। নেতৃবৃন্দ বলেন, আবরার ফাহাদকে হত্যার পর ছাত্র ইউনিয়ন সর্বাগ্রে সেই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। বিচার নিশ্চিতে রাজপথে থেকেছে। তাই শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্যকে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক বক্তব্য হিসেবে ধরে নেওয়ার কোন সুযোগ নেই। শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্যের দায়ভার শুধুমাত্র তার। তিনি একদা ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে তিনি জাতীয়তাবাদী যুবদলের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। ইব্রাহিমের বক্তব্যকে ছাত্র ইউনিয়নের সাথে গুলিয়ে ফেলার সুযোগ নেই। আমরা ইব্রাহিমের বক্তব্যের নিন্দা জানাই।

নেতৃবৃন্দ যুদ্ধাপরাধী এটিএম আজহারের মুক্তিকে কেন্দ্র করে আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজের মন্তব্যকে নিন্দনীয় বলে মন্তব্য করেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২৭ মে) জামায়েত ইসলামীর নেতা এটিএম আজহারের মুক্তির পর ‘শাহবাগের পরাজয় হয়েছে’ বলে এক স্ট্যাটাস দেন আবরার ফাইয়াজ। পরে সেটিকে কেন্দ্র করে শাহরিয়ার ইব্রাহিম নামে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের ওই নেতার এমন স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে। 

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। গতকাল খালাসের পর  আবরার ফাইয়াজ তার ফেসবুকের স্ট্যাটাসে লেখেন, ‘শাহবাগ ২০১৩ সালে শুধু যে জামায়েত বা বিএনপি নেতাদের রাজাকার বানিয়ে ফাঁসি দেওয়া বৈধতা এনে দিয়েছিলো এমন না, পরের বছরগুলোতে দল-মত নির্বিশেষে নিরীহ মানুষকে জামায়াত-শিবির ট্যাগ দিয়ে মারাও জায়েজ করেছিলো।’

তিনি আরও লেখেন, ‘এটিএম আজহারের মুক্তিতে শাহবাগের কণ্ঠে আজ পরাজয়ের আর্তনাদ শোনা যাচ্ছে। একাত্তরের প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারের পথ চিরদিনের জন্য ধ্বংস করেছে এই শাহবাগই। আশা করি, বিএনপি-জামায়েত তাদের নেতাকর্মীদের রক্তের সাথে বেইমানি না করে শাহবাগ তৈরির সাথে জড়িতদের বিচার করবে একদিন।’

এদিকে, তার এই স্ট্যাটাসটি নিয়ে মন্তব্য করেন ছাত্র ইউনিয়ন নেতা শাহরিয়ার ইব্রাহিম। তিনি এক স্ট্যাটাসে লেখেন, ‘জাশির কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল, দেখ তোরা!’ পরে এ স্ট্যাটাসটি ভাইরাল হলে তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই তার শাস্তি দাবি করছেন। 

 

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫