জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতিতে চক্ষু বিজ্ঞানের নার্স-কর্মচারীরা, অভিযোগ— জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে

২৮ মে ২০২৫, ০২:১২ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:৩০ PM
কর্মবিরতিতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নার্স-কর্মচারীরা

কর্মবিরতিতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নার্স-কর্মচারীরা © সংগৃহীত

পুনর্বাসনসহ দুই দাবিতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে অবরুদ্ধ করে গায়ে কেরোসিন ও পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন জুলাই আহতদের কয়েকজন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নার্স ও কর্মচারীরা। বুধবার (২৮ মে) সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু  করেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী।

শাহিদুর ইসলাম নামে এক রোগীর ছেলে বলেন, আজ সকালে আমার মায়ের অপারেশন করার কথা ছিল। হাসপাতালে এসে দেখেছি নার্স ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। অস্ত্রোপচারের বিষয় জানতে চাইলে কেউ কোনো কথা বলতে রাজি হননি। আমার মা ছাড়াও আরও কয়েকশ রোগীকে সেবা না পেয়ে ফিরে যেতে দেখেছি। 

এ বিষয়ে ডা. খায়ের আহমেদ চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাকে মঙ্গলবার (২৭ মে) কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিলেন জুলাই যোদ্ধারা। এ সময় একাধিক ব্যক্তি গায়ে কেরোসিন ও পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দেন। একই সাথে হাসপাতাল ভাঙচুর করেন তারা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাই চিকিৎসক ও নার্সরা জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন। 

রাজধানীর ৩ সড়কে যান চলাচল সীমিত থাকবে, জানাল আইএসপিআর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে যা যা করা যাবে না, নির্দেশনা দিল ডিএমপি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫