স্বাক্ষর জালিয়াতির অভিযোগে পাবিপ্রবির কর্মচারীকে বরখাস্ত

০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ PM
অভিযুক্ত মো. মাহফুজুর রহমান

অভিযুক্ত মো. মাহফুজুর রহমান © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উচ্চপদস্থ তিন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে আইকিউএসি সেলের অফিস সহায়ক মো. মাহফুজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে বিজ্ঞপ্তিটি মঙ্গলবার স্বাক্ষরিত হলেও তা প্রকাশ্যে এসেছে শুক্রবার (৫ ডিসেম্বর)। 

বরখাস্ত হওয়া ওই কর্মচারী নাম  মো. মাহফুজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিএসি)  অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানান, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কর্তৃক আয়োজিত বিভিন্ন ট্রেনিং/ওয়ার্কশপের সম্মানী স্লিপে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. শামীম আহসানের স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কমিটি করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে মাহফুজুর রহমান বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

খোঁজ নিয়ে জানা যায়, তার বিরুদ্ধে  অভিযোগ রয়েছে তিনি উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারারের স্বাক্ষর নকল করে ট্রেনিং/ওয়ার্কশপের সম্মানী স্লিপের মাধ্যমে প্রায় ৩৮ হাজার টাকা উত্তোলন করেন।

এ বিষয়ে অভিযুক্ত মাহফুজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেলের পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা বলেন, ‘আমি যতটুকু জানি উনি (মাহফুজ) মোটামুটি ভালো মানুষ। আমাদের কিছু অতিথিদের সম্মানী দিতে ডিলে হয়, মাহফুজ সাহেব নিজেই সবাইকে সম্মানী বুঝিয়ে দেওয়ার দায়িত্বে থাকেন। তবে কিছু অতিথি তাদের সম্মানী যথাযথ সময় না পেলে মাহফুজ সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হলে কোনো সদুত্তর দিতে না পারলে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টা এখন আমার দায়িত্বে নেই। এখন প্রশাসনিকভাবে তদন্তনাধীন রয়েছে।’

খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতা ও নেতাকর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫