নাফাখুম ঝরনায় পা পিছলে নিখোঁজ রুয়েট ছাত্র, দুদিন পর মরদেহ উদ্ধার

১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৯ PM
মো. ইকবাল হোসেন

মো. ইকবাল হোসেন © ফাইল ছবি

বান্দরবানের থানচিতে নাফাখুম ঝরনায় ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে নিখোঁজের দুই দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. ইকবাল হোসেন (২৫)। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমএসই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। চট্টগ্রাম থেকে যাওয়া ডুবুরি দল আজ রবিবার (১৬ নভেম্বর) বিকেলে লাশটি উদ্ধার করে।

এর আগে গত শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার ডেমরা থেকে ১৭ জনের একটি পর্যটক দল প্রশাসন ঘোষিত ভ্রমণ নিষিদ্ধ এলাকায় কোনো প্রকার নিবন্ধন ও স্থানীয় গাইড ছাড়া নাফাখুম ঝরনা এলাকায় ঘুরতে যায়। সেখানে গিয়ে পা পিছলে পড়ে নিখোঁজ হন ইকবাল। পরে গতকাল শনিবার (১৫ নভেম্বর) সকালে ৫ জন পর্যটক থানচি থানা ও প্রশাসনকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ফায়ার ডিফেন্স কর্মকর্তাদের সমন্বয়ের উদ্ধার অভিযান চালিয়ে আজ বিকাল ৪টা ৫৫ মিনিটে ইকবালের মরদেহ পাওয়া গেছে।

থানচি ফায়ার ডিফেন্সের কর্মকর্তা রাশিদুর রহমান মৃদা বলেন, আজ বিকাল ৪টা ৫৫ মিনিটে নাফাখুম জলপ্রপাতে পানির নিচ থেকে ইকবালের লাশ উদ্ধার করা হয়েছে। নদীপথে মরদেহ নিয়ে আশা হচ্ছে।

ইকবালের বন্ধু নাফিস আল ইমরান বলেন, ইকবালের মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে। আগামীকাল সকাল ৯টায় ঢাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। চাঁদপুরের ইকবালের নিজ গ্রামে দ্বিতীয় জানাজা ও দাফন কার্য সম্পন্ন হবে।

ঐক্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫