ফের শিক্ষকদের সঙ্গে বসতে চায় মন্ত্রণালয়

১৮ অক্টোবর ২০২৫, ০৭:২৯ PM
সচিবালয়ে শিক্ষকরা

সচিবালয়ে শিক্ষকরা © ভিডিও থেকে সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে আবারও আলোচনায় বসতে চায় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের চলমান আন্দোলন আলোচনার মাধ্যমে সমাধানের আশায় এ আহবান জানিয়েছে মন্ত্রণালয়।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষা উপদেষ্টা একাধিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। তাদের দাবি অনুযায়ী ১০ শতাংশ বাড়ি বৃদ্ধির বিষয়টি আদায় করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষক-কর্মচারীদের দাবির সঙ্গে একমত মন্ত্রণালয়। তবে বিষয়টি পুরোপুরি অর্থ মন্ত্রণালয়ের হাতে। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আমরা শিক্ষকদের সঙ্গে বসতে চাই। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাই। এভাবে দীর্ঘদিন আন্দোলন চলতে থাকলে শিক্ষক-কর্মচারীদের ক্ষতির সম্মুখীন হতে হবে। শিক্ষা ব্যবস্থার ক্ষতি হবে। শিক্ষকদের বুঝতে হবে, আমাদের হাতে কোনো কিছু নেই। অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা নেই। যার কারণে আপাতত ৫ শতাংশের বেশি তারা দিতে পারবে না বলে জানিয়েছে। এ অবস্থায় আলোচনাই একমাত্র সমাধান হতে পারে। আমরা শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি।’ 

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরও বিস্তৃত হয়। সেই থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

১৫ অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোড় আড়াই ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখেন। পূর্ব ঘোষণানুযায়ী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সেটি স্থগিতের ঘোষণা দেন তারা। এরপর ১৭ অক্টোবর থেকে শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করেন তারা। আজ শনিবার কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। 

জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫