শিক্ষকদের এমপিও আবেদন নিষ্পত্তির সময় বাড়ল

০৫ নভেম্বর ২০২৫, ০৬:১৮ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন নিষ্পত্তির সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সময়ের মধ্যে সব আঞ্চলিক অফিস থেকে আবেদনগুলো ইএমআইএস সেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) মাউশির ইএমআইএস শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি সব আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, এমপিও-সংশ্লিষ্ট আবেদনগুলো ৩১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করে অধিদপ্তরে পাঠানোর সময়সীমা নির্ধারিত ছিল। কিন্তু সার্ভারে যান্ত্রিক ত্রুটির কারণে অনেক অঞ্চল আবেদন নিষ্পত্তি সম্পন্ন করতে পারেনি। এই পরিস্থিতিতে নতুন করে ১০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

এর আগে সার্ভার সমস্যার কারণে অনলাইনে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়নি। ফলে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজেদের আবেদন কোন পর্যায়ে আছে তা জানতে পারছিলেন না এবং অনিশ্চয়তায় ছিলেন। এ অবস্থায় এমপিও আবেদন নিষ্পত্তির সময় বাড়াল মাউশি।  

রাজধানীর ৩ সড়কে যান চলাচল সীমিত থাকবে, জানাল আইএসপিআর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে যা যা করা যাবে না, নির্দেশনা দিল ডিএমপি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫