ইএমআইএস সার্ভার বন্ধ, সচল হবে কবে?

২৬ অক্টোবর ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ১২:১২ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওভুক্তি, ইনডেক্স বাতিলসহ যাবতীয় কাজ করতে হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের মাধ্যমে। তবে গত কয়েকদিন ধরে সার্ভারে প্রবেশ করতে পারছেন শিক্ষক-কর্মচারীরা। এর ফলে এমপিও আবেদনে ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

মো. খালিদ হাসান নামে এক শিক্ষক বলেন, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত পেয়েছি। তবে ইএমআইএস সেলের সার্ভার বন্ধ থাকায় এমপিও আবেদন করতে পারছিনা। বিষয়টি নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছি।

রবিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাউশি এবং ইএমআইএস সেলের একাধিক কর্মকর্তার সঙ্গে। তারা বলছেন, কারিগরি উন্নয়নের কারণে সাময়িক সময়ের জন্য সার্ভার বন্ধ রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে মূল সার্ভার সচল করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক প্রোগ্রামার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কারিগরি ত্রুটি এবং উন্নয়নের জন্য সাময়িকভাবে সার্ভারের কার্যক্রম বন্ধ। বিষয়টি সমাধানে কাজ চলছে। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) মূল সার্ভার সচল করার ব্যাপারে আমরা আশাবাদী। 

সার্ভার বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা অক্টোবর মাসের বেতনের আবেদন করতে পারছেন না। এর সমাধান কী? এমন প্রশ্নের জবাবে ওই প্রোগ্রামার আরও বলেন, বেতন-ভাতার বিল সাবমিটের জন্য আমরা বিকল্প একটি লিংক প্রতিষ্ঠান প্রধানদের দিয়েছি। তারা ওই লিংক ব্যবহার করে আগের নিয়মেই বেতন বিল জমা দিতে পারবেন।

ঐক্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫