বিজিবির অভিযানে সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

২২ নভেম্বর ২০২৫, ১২:২৯ PM
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত এ অভিযানে

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত এ অভিযানে © সংগৃহীত

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে পাঁচ ট্রাকভর্তি প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত এ অভিযানে ভারতীয় জিরা, কসমেটিকস, ব্লেড, চকলেটসহ বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।

‎বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি টহল দল জানতে পারে, চুনারুঘাট ও সাতছড়ি রোড দিয়ে ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে পাচার করা হবে। পরে গত (২০ নভেম্বর) মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে দিন-রাতব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযান চলাকালে সন্দেহভাজন ট্রাকগুলো থামিয়ে তল্লাশি করা হলে দেখা যায়, বালু, পাথর ও ইটের টুকরার নিচে অভিনব কায়দায় লুকানো ছিল ভারতীয় চোরাচালানি পণ্য। পরে বিজিবি পাঁচটি ট্রাক ও পণ্য জব্দ করে।

‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযান জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎তিনি আরও জানান, জব্দ করা পণ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরাচালানি চক্র শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

‎বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকাবাসীকে চোরাচালান ও মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

থার্টি ফার্স্ট নাইটে যা যা করা যাবে না, নির্দেশনা দিল ডিএমপি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫