পারিবারিক কলহে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ PM
পটুয়াখালীর গলাচিপা

পটুয়াখালীর গলাচিপা © সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে মেজো ভাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মাহবুব (৩৫) মারা গেছেন। তিনি চরবিশ্বাস ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড দক্ষিণ চরবিশ্বাস এলাকার জলিল হাওলাদার ছেলে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নাই বলছেন স্বজনরা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে পারিবারিক বিরোধের জেরে মেজো ভাই রেজাউল তার ছোট ভাই মাহবুবের মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করেন। এতে মাথায় গুরুতর জখম হলে তাকে দ্রুত চরবিশ্বাস ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় পাঁচটি সেলাই দেন এবং বাড়িতে চলে যান। সেখানেই স্বাভাবিক জীবনযাপন করছিলো। পরবর্তীতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার অবস্থার অবনতি হলে পরিবার তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জলিল হাওলাদার বলেন, বাড়িতে বসে আমার মেঝো ছেলে আর ছোট ছেলের মধ্যে ঝগড়া হচ্ছিল। হঠাৎ পেছন দিক থেকে রেজাউল লাঠি দিয়ে মাহাবুবকে আঘাত করে। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। পরে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিলেও শুক্রবার দুপুরে আমার ছেলে মাহাবুব মারা যায়। তবে তার কোন অভিযোগ নাই বলে জানান তিনি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঐক্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫