সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেফতার

১৫ মে ২০২৫, ০২:০১ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেফতার

মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেফতার © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় রুজু করা মামলায় সাবেক সিটি মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে রাজধানীর গ্রেফতার করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বৃহস্পতিবার (১৫ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত।

তিনি বলেন, গত ৪ আগস্ট ২০২৪ তারিখে ধানমন্ডি ৩/১ লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের একটি ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। পরবর্তীতে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা, মামলা নং- ৭(৯)২৪, রুজু হয় যার তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এস এম কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। অভিযুক্তের দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সিআইডির তদন্তকারী কর্মকর্তা গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১৫ মে ভোরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫