বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

০১ অক্টোবর ২০২৫, ১১:০৩ AM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১১:১৫ AM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তামিম ইকবালের। তবে নানান বিতর্ক আর সরকার-বিএনপির পাল্টাপাল্টি অবস্থানে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দেশসেরা এই ওপেনার। এরই মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবার। আজ বুধবার (১ অক্টোবর) দুপুর বারোটা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থীতা বাতিলের শেষ সময়।

নির্বাচনী পরিবেশ, প্রক্রিয়াগত অসঙ্গতি এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও তার কিছু অসন্তোষ রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক ভিডিওবার্তায় সাংবাদিক রিয়াসাদ আজিম জানিয়েছেন, ‘তামিম ইকবাল খান নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছেন। আমি সিরিয়াসলি বলছি এবং আমার সব সোর্স থেকে মোটামুটি নিশ্চিত হয়েছি। ১ অক্টোবর সকালে অতি নাটকীয় কিছু না ঘটলে তামিম আসন্ন নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তিনি একজন সাধারণ পরিচালক হিসেবেই কাজ করতে চেয়েছিলেন, ক্রিকেট অপারেশন্সেই কাজ করতে চেয়েছিলেন। এখন পর্যন্ত যা খবর-কাল তিনি মনোনয়ন তুলে নেবেন।’

মূলত, দেশের ক্রিকেট উন্নয়নে পরিচালক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তামিম। বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভারতের বেঙ্গালুরুর মতো একটি ‘এক্সিলেন্স সেন্টার’ গড়ার পরিকল্পনা রয়েছে তার, খসড়াও ইতোমধ্যেই প্রস্তুত করেছেন। এছাড়া স্কুল ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতেও পরিকল্পনার কথা জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর, শনিবার। ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষিত তফসিল অনুযায়ী, ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে হবে ভোটগ্রহণ। এরপর সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়: বেরোবি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫