নিলামের আগেই চমক, মোস্তাফিজকে নিলো ক্যাপিটালস

১৩ আগস্ট ২০২৫, ১২:০৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:১৪ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। এবার সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-২০ এর তৃতীয় আসরে কাটার-মাস্টারকে দলে ভিড়িয়েছে ক্যাপিটালসরা। 

দুবাই ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াডে ইংলিশ পেসার লুক উডের পরিবর্তে দ্য ফিজকে অন্তর্ভুক্ত করেছে। এই দলেই আইএল টি-২০ অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের তারকা এই পেসারের।

এছাড়া দুবাইয়ে পেস আক্রমণে যোগ দেবেন লঙ্কান পেসার দুশমন্ত চামিরা। ড্রাফট থেকে তাকেও দলে নিয়েছে ক্লাবটি। আফগানিস্তানের গুলবাদিন নাঈবও রয়েছেন।

এর আগে, আইএল টি-২০’র গত আসরে দুবাই ক্যাপিটালসের দলে ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে ধরে রেখেছে দলটি। এর অর্থ দুবাইতে খেলবেন বাংলাদেশের দুই ক্রিকেটার।  

এই টুর্নামেন্টের এবারের আসর শুরু হবে আগামী ২ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৪ জানুয়ারি। তবে এর আগে, ৩০ সেপ্টেম্বর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়: বেরোবি …
  • ৩১ ডিসেম্বর ২০২৫