ঈদের ছুটি কাটিয়ে ফেরার পথে বাস চাপায় কলেজছাত্রীর মৃত্যু

১৪ জুন ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১২:৫৮ PM
প্রাণ হারিয়েছেন সাবিকুন নাহার শশী

প্রাণ হারিয়েছেন সাবিকুন নাহার শশী © টিডিসি ফটো

পটুয়াখালী সদর বাসস্ট্যান্ডে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারিয়েছেন সাবিকুন নাহার শশী (২৪) নামে এক কলেজছাত্রী। আজ শনিবার (১৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

তিনি বরিশালের জমজম ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটস-এর ‘ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন’ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি গলাচিপা উপজেলার সদর ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের উত্তর বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর শিকদারের কন্যা।

জানা গেছে, পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে বরিশালে ফিরছিলেন সাবিকুন। পটুয়াখালী সদর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বরিশালের টিকিট কাটেন তিনি। বাসস্ট্যান্ড দিয়ে হেঁটে যাওয়ার সময় দুটি বাস—একটি আন্তঃজেলা পরিবহন ও অন্যটি যাত্রীবাহী লোকাল বাস—পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। কে আগে ছাড়বে, এই প্রতিযোগিতার একপর্যায়ে ‘বিসমিল্লাহ পরিবহন’ নামে একটি বাসের নিচে চাপা পড়েন সাবিকুন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু বরিশাল পৌঁছার আগে পথেই মারা যান তিনি।

বর্তমানে নিহতের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: পরীক্ষার মাত্র ১১ দিন: এইচএসসিতে ভালো করতে শেষ মুহূর্তের ১০ টিপস

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও স্বজনরা বলছেন, বাসচালকদের দায়িত্বজ্ঞানহীনতা এবং বেপরোয়া প্রতিযোগিতাই এই দুর্ঘটনার কারণ। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে যানবাহন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ ও কলেজ ছাত্রী মৃত্যুর জন্য দায়ী বাসচালক ও হেলপারের শাস্তির দাবি জানিয়েছেন। 

বেগম জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫