ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে ১৮ দালাল গ্রেপ্তার

২৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ PM
গ্রেপ্তার কয়েকজন

গ্রেপ্তার কয়েকজন © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ১৮ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ্ মো. রাশেদ রাহাত ও ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিক খান শুষান।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদুল করিম (৪৮), ছামির (২৩), রুবেল (৫৫), আজাহার (৪৮), শামীম (২৭), আশরাফুল (২৩), হারিদুল ইসলাম (৪২), মো. আলামিন (২৫), তুষার আহমেদ (২৭), বিজয় (৫০), নজরুল ইসলাম (৪৫), ইদ্রিস আলী (৪০), শহিদুল ইসলাম (৩০), ইমন (১৯), নয়ন মিয়া (৪৮), চঞ্চল (৩৩), আ. রাজ্জাক (৬২) ও মো. আলামিন (৪৫)।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১৮৬ ধারায় অভিযুক্ত ১৬ জনকে ২০ দিন, একজনকে ১৪ দিন এবং অপর একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতালের ভেতরে-বাইরে অবস্থান নিয়ে দরিদ্র ও অসহায় রোগীদের ভুল তথ্য দিয়ে প্রতারণা করত। তারা কম খরচে ভালো চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত। এতে রোগী ও তাদের স্বজনদের আর্থিক ক্ষতি হতো এবং চিকিৎসা প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হতো।

র‌্যাব জানিয়েছে, জনস্বার্থে হাসপাতাল এলাকার দালালচক্রের বিরুদ্ধে এমন জনবান্ধব অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫