ভোলার চরফ্যাশনে যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ PM
মো. কামরুল হাসান মুন্না

মো. কামরুল হাসান মুন্না © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে সড়ক নিরাপত্তা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরের বিআরডিবি মোড়ে এ অভিযান চালানো হয়। এতে নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে মো. কামরুল হাসান মুন্না নামে এক যুবককে ৭টি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।আটককৃত যুবক চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মানিব্যাগ ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার  যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সড়কে নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি সড়ক পরিবহন শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তাই এ অভিযানের মূল উদ্দেশ্য।

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫