আশুলিয়ায় ২৫ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৩ PM
গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © টিডিসি

আশুলিয়ায় চেকপোস্টে সন্দেভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বড়াইল মৃত কেরামত আলীর মেয়ে নাজমা আক্তার (৩৫), একই থানার আমু চিমটি বিলখাস এলাকার আয়েশ আলী ছেলে রাজন মিয়া (২০) ও একই থানার দোলনা এলাকার মুসলিম মিয়ার ছেলে ইমাম হোসেন (৩০)। তাদের মধ্যে নাজমা আক্তার আশুলিয়ায় থাকেন বলে জানা যায়।

যৌথ বাহিনী জানায়, বৃহস্পতিবার ভোররাতে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি করে একটি দেশি অস্ত্রসহ ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক নারীসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

যৌথ বাহিনী আরও জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রাজন ও ইমাম সিলেট থেকে মাদকদ্রব্য এনে আশুলিয়ায় নাজমা আক্তারের কাছে সরবরাহ করে এবং সেই মাদকদ্রব্য নাজমা আক্তার আশুলিয়ার জামগড়াসহ আশপাশের এলাকায় নিজে ও অন্য খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করেন। উদ্ধার মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ২৫ কেজি গাঁজাসহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। আটকদের মধ্যে একজন নারী রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে পাঠানোর হয়েছে।

প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৩০ লাখ টাকার জলমহাল ৩ লাখ টাকায় ব্য…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবাও
  • ৩০ ডিসেম্বর ২০২৫
‘ওর বাবা বলত, আমার মেয়েটি বিদ্বান হবে’
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বিদায় ২০২৫: মবে শুরু, গুলিতে শেষ
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি, আবেদন অনলাইনে
  • ৩০ ডিসেম্বর ২০২৫