সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার দাবি

১৯ জুলাই ২০২৫, ০৯:৫৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৯:১১ AM
মানববন্ধনে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন

মানববন্ধনে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন © টিডিসি

পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় দেশের সব কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখা।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় বুড়িচং প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

খাড়াতাইয়া শিশু শিক্ষালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. আকবর হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন।

মানববন্ধনে বক্তব্য দেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা। 

মানববন্ধনে আরও বক্তব্য দেন ভরাসার সূর্যোদয় কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির আহমেদ, দি হলি কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শিক্ষা নিকেতনের (পরিহলপাড়া)  অধ্যক্ষ আবু জাফর, কামারখাড়া গোমতী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মিজানুর রহমান, ষোলনল চাইল্ড কেয়ার একাডেমির অধ্যক্ষ জামাল উদ্দিন, পূর্বহুড়া গোমতী কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা রুহুল আমিন, এবং ভাদুয়াপাড়া শাকিল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আরমান হোসেন।

বক্তারা বলেন, বিগত বছরের মতো চলতি বছরও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে তা হবে চরম বৈষম্য। তারা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

প্রধান অতিথি মো. মোসলেহ উদ্দিন বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার। এই অধিকার থেকে কোনো শিক্ষার্থীকে বঞ্চিত করা সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

মানববন্ধনে শিক্ষক নেতারা ভবিষ্যতে দাবি আদায়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫