বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৩

০৭ জুলাই ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৭:৩৫ AM
এডিস মশা

এডিস মশা © সংগৃহীত

বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। একই সময় নতুন করে আরও ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৫২২ জনে।

মৃতরা হলেন সাইফুল ইসলাম (৪০) ও শেফালী বেগম (৬৬)। পাথরঘাটা উপজেলার সাইফুল চিকিৎসাধীন ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বেতাগী উপজেলার শেফালী চিকিৎসাধীন ছিলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৪৬ জন, পাথরঘাটায় ১১ জন, বামনায় ৩ জন এবং আমতলী, তালতলী ও বেতাগী উপজেলায় একজন করে রয়েছেন।

বর্তমানে জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২০৬ জন। এর মধ্যে শুধু বরগুনা জেনারেল হাসপাতালেই চিকিৎসাধীন আছেন ১৪৫ জন।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই

উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়—৩ হাজার ১১৬ জন। এরপর পাথরঘাটা ১৬৬ জন, বামনা ১০৬ জন, তালতলী ৫৫ জন, আমতলী ৪৩ জন এবং বেতাগী উপজেলায় ৩৬ জন।

জেলায় মোট মৃত ৩০ জনের মধ্যে ২৪ জনের বাড়ি সদর উপজেলায়, চারজন বেতাগীতে এবং দুজন পাথরঘাটায়।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ ব্যাপকভাবে বেড়েছে। প্রতিদিনই নতুন রোগী আসছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দিতে, তবে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, দিন যত যাচ্ছে, আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। এই অবস্থায় জনগণের সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ছাড়া পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।

বেগম জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫