চাঁদা না পেয়ে সেনাসদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ বিএনপি নেতার

১০ জুন ২০২৫, ০২:৪৭ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৯:০৮ PM
সেনাসদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

সেনাসদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ © টিডিসি

রাজশাহীর পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় দুইজন সেনাসদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত রফিকুল ইসলাম বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ জুন) দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিরালদহ হাতিনাদা গ্রামে।

ভুক্তভোগী সেনাসদস্য মো. তারিকুল ইসলামের ভাই তুষার আলী বলেন,‘আমি গতকাল সকালে স্থানীয় নন্দনপুর বাজারে গেলে কোনো কারণ ছাড়াই বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম আমাকে মারধর করেন। পরে তিনি ও তার অনুসারীরা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। শোবার ঘরসহ আসবাবপত্র, ফ্রিজ, টিভি ও অন্যান্য সামগ্রীতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তারিকুল ও তুষারের পিতা আবদুল হান্নান বলেন, ‘আমার ছেলে তুষার বাজারে গেলে রফিকুল ইসলাম তার ওপর হামলা চালিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাকে আওয়ামী লীগের লোক বলে অভিযুক্ত করে আমাদের বাড়িতে হামলা চালানো হয়। আমি কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নই, শুধু একজন সাধারণ ভোটার। তবুও আমাদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছে। আমার ছেলে তুষারকে নিয়ে চাতালের ওপর লুকিয়ে থাকতে হয়েছে। আমাদের গরু-ছাগল, হাঁস-মুরগি—সবকিছুই পুড়ে গেছে। আমরা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’

একই সময় অপর সেনাসদস্য আল-আমিনের বাড়িতেও একই ধরনের হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আল-আমিনের পিতা ছলেমান বলেন, ‘আমার ছোট ভাই হান্নানের ছেলে তুষার বাজারে গেলে রফিকুল ইসলাম তাকে মারধর করেন। পরে তাদের না পেয়ে আমাদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আমাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।’ এ ঘটনায় ইতোমধ্যেই পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার মুঠো ফোন টি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কবির হোসেন বলেন, ‘বিরালদহ হাতিনাদা গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫