বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২ মে ২০২৫, ০৮:২০ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
পুলিশের অবস্থান

পুলিশের অবস্থান © টিডিসি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় রোর ফ্যাশন লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে দুই ঘণ্টা অবরোধ ছিল মহাসড়কটি।

আজ সোমবার (১২ মে) দুপুর পৌনে ১২টার দিকে ভালুকা উপজেলার কাঠালী পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই শ্রমিক বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটে। এরপর সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের আশ্বাসে পৌনে ২টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন

শিল্প পুলিশ ময়মনসিংহ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আল মামুন সিকদার খবরের সত্যতা নিশ্চিত করে  বলেন, রোর ফ্যাশন লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তবে বিষয়টি সমাধানে স্থানীয় প্রশাসনের আশ্বাসে ইতোমধ্যে মহাসড়ক অবরোধ থেকে শ্রমিকরা সরে গেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে ইউজিসি

ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ বলেন, ‘রোর ফ্যাশনে শ্রমিকদের বকেয়া আদায়ে বিজিএমই গঠিত কমিটি সংশ্লিষ্ট শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সঙ্গে জেলা প্রশাসক ও জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির মাধ্যমে শ্রমিকদের পাওনা আদায়ে সব ধরনের প্রচেষ্টা চলমান আছে। ইতোমধ্যে শ্রম আইনে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে দুটি মামলাও করা হয়েছে। আশা করছি, দ্রুত শ্রমিকরা তাদের পাওনা বুঝে পাবে। সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’

 ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘রোর ফ্যাশনের বকেয়া পাওনা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা চলছে। তবে বিষয়টি সমাধানে প্রশাসন তৎপর রয়েছে। আশা করছি, দ্রুত বিষয়টি সমাধান হবে।’

শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫