ঢাবির ছাত্রী মুমুর জীবন বাঁচাতে প্রয়োজন ৩৫ লাখ টাকা
- টিডিস রিপোর্ট
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৫ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭ PM
তৃতীয়বারের মতো লিভারে ক্যান্সারে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফোরমেশন সিস্টেমস বিভাগের ছাত্রী জান্নাতুল ফেরদৌস মুমুর। MPNST নামের ক্যান্সারটি খুবই বিরল। যা একবার শরীরে ছড়িয়ে পড়লে জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ে। ডাক্তারের অভিমত, খুব দ্রুত অপারেশন না করালে এই মারাত্মক ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার চিকিৎসা করাতে প্রয়োজন প্রায় ৩০-৩৫ লাখ টাকা। মধ্যবিত্ত এই পরিবারের পক্ষে যা জোগাড় করা একেবারেই দুঃসাধ্য।
দ্বিতীয় বর্ষের এই মেধাবী শিক্ষার্থীর প্রথম ক্যান্সার ধরা পড়ে গত বছরের নভেম্বরে, “Mediastinal Tumour”। চলতি বছরের জানুয়ারিতে এর অপারেশনের পরেও সুস্থ না হওয়ায় চেক-আপে দ্বিতীয়বারের মতো আবারও ধরা পড়ে আরেকটি ক্যান্সার “Malignant Triton Tumour”। চিকিৎসারত অবস্থায় মুমুকে অপারেশনের পর ২৬টি রেডিওথেরাপি ও ৬টি কেমোথেরাপি দেওয়া হয়।
সবশেষে গত আগস্টে জানা যায়, এবার আরেকটি ক্যান্সার “Malignant Perperal Nerve Seathe Tumour” যা আগেরগুলোর চেয়েও মারাত্মক ও প্রভাবশালী। এরই মধ্যে শরীরের ৩টি অংশেই ক্যান্সারের বীজ ছড়িয়ে পড়েছে। চিকিৎসার জন্য ভারতে পাঠাতে পরামর্শ দেন ডাক্তার। মুমুর বাবার মতো একটি বেসরকারকারী চাকুরিজীবির পক্ষে এত বিশাল অংকের টাকা জোগাড় করা কোনোভাবে আর সম্ভব হচ্ছে না।
প্রথম দুইবার ক্যান্সারের চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকার সম্পূর্ণ খরচ বহন করে মুমুর পরিবার। জীবন এবার হুমকির মুখে। এত বড় অংকের টাকা জোগাড় করতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও নিজ আগ্রহে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনাদের প্রত্যেকের অসামান্য অবদান ও সাহায্যই একটি জীবনকে উজ্জ্বল ও সম্ভাবনাময় ভবিষ্যৎ দিতে পারবে, ইনশাআল্লাহ।
টাকা পাঠানোর মাধ্যম:
DBBL Account no: 7017410726137
(Jannatul Ferdous Mumu - Gabtoli, Narayanganj)
বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য যোগাযোগ করুন:
০১৬০৯৩০৯১০৭ (সোহান)
০১৭০৪৬৫৩২৯৫ (দীপু)
০১৬২৭৬৮৫০৫৩ (মুস্তারিকুল)
০১৫২১৭৫৩৭১৯ (সাগর)