ঢাবির ‘ঘ’ ইউনিটে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ

২৩ আগস্ট ২০২২, ০৮:২২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে 'ঘ' ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ/ ইনস্টিটিউটসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের Subject Choice Form-এ উল্লেখিত পছন্দের ক্রমানুসারে সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে সকল আসন পূর্ণ করে ভর্তির জন্যে শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো। এই সাথে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে 'ঘ' ইউনিটের বিষয় মনোনয়ন প্রক্রিয়া শেষ হলো।’’

এতে আরও বলা হয়, ‘‘২০২১-২০২২ শিক্ষাবর্ষে 'ঘ' ইউনিটের ভর্তির জন্য পরবর্তীতে আর কোন তালিকা প্রকাশ করা হবে। শিক্ষার্থীগণ অনলাইনে লগইন করে নিজের প্রাপ্ত বিভাগ দেখতে পারবেন। কোটা ব্যতিত শিক্ষার্থীদের পছন্দক্রম অনুসারে সর্বশেষ মেধাক্রমধারী বিজ্ঞান ১১২৬, ব্যবসায় শিক্ষা-৫১২ ও মানবিক-৬৬ পর্যন্ত বিভাগ মনোনয়নের জন্য বিবেচিত হয়েছেন। তবে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি বিভাগের শর্তের কারণে ৪৬৪৪ মেধাক্রম পর্যন্ত পেয়েছে।’’

প্রার্থীর করণীয় ও গুরুত্বপূর্ণ তথ্যাবলি
১। প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী শিক্ষার্থীদেরকে আগামী ২৫ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে অনলাইনে লগইন করে ভর্তি ফি মেনুতে ক্লিক করে নির্ধারিত ফি (জনতা ব্যাংকের যে কোন
শাখা অথবা অনলাইন) পরিশোধ করতে হবে।
২। ফি পরিশোধ করার পর শিক্ষার্থী ওয়েবসাইট থেকে টাকা প্রাপ্তি রশিদ (৩ পাতা: ১ম পাতা শিক্ষার্থীর অংশ, ২য় পাতা বিভাগ ও হলের অংশ, ৩য় পাতা হিসাব পরিচালকের অংশ) ডাউনলোড ও প্রিন্ট করবেন।
৩। আগামী ৩০ আগস্ট থেকে থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থী তার (ক) ডাউনলোডকৃত টাকা প্রাপ্তি
রসিদ; (খ) উচ্চ-মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার গ্রেডশিটের ফটোকপি; (গ) ৩ কপি পাসপোর্ট সাইজের
রঙ্গিন ছবি; (ঘ) ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি; (ঙ) কলেজ অধ্যক্ষের প্রশংসাপত্র; (চ) পিতা/মাতা/
বৈধ অভিভাবকের বার্ষিক আয়ের সনদসহ মনোনীত বিভাগ/ইনস্টিটিউটে সশরীরে উপস্থিত হবেন।
৪। প্রত্যেক শিক্ষার্থী টাকা প্রাপ্তি রসিদে চেয়ারম্যান/পরিচালক স্বাক্ষরিত অংশসমূহ মনোনীত হল অফিসে
তালিকাভুক্তির জন্য জমা দিবেন। একই সাথে শিক্ষার্থী হলের নির্ধারিত ফি ও জামানত জমা দিবেন এবং হল
প্রাধ্যক্ষ স্বাক্ষরিত টাকা প্রাপ্তি রসিদের শিক্ষার্থীর কপি হল অফিস হতে সংগ্রহ করে নিবেন।
৫। আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে চেয়ারম্যান/পরিচালক ও হল প্রাধ্যক্ষের স্বাক্ষর সম্বলিত টাকা
প্রাপ্তির রসিদ শিক্ষার্থী বিভাগ/ ইনস্টিটিউটে প্রদর্শন করে ভর্তি ও রেজিস্ট্রেশন ফরম (SIF) টি সংগ্রহ
করবেন। ফরমে উল্লেখিত তথ্য সঠিক থাকলে শিক্ষার্থী তা স্বাক্ষর করে বিভাগীয় অফিসে জমা দিবেন। উক্ত
ফরমে উল্লেখিত তথ্যে কোন ভুল-ভ্রান্তি/সংশোধনী থাকলে তা স্পষ্টভাবে উল্লেখপূর্বক বিভাগীয় অফিসে
স্বাক্ষর না করেই ফেরত দিবে এবং পরবর্তীতে সংশোধিত ফরম সংগ্রহ ও যাচাইপূর্বক তাতে স্বাক্ষর করে
বিভাগীয় অফিসে জমা দিবে।
৬। আগামী ০৫/০৯/২০২২ তারিখে বিভাগে ভর্তির পর আর কোন শিক্ষার্থীর ভর্তি নেয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9