সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাবির পরিসংখ্যান বিভাগের মিলনমেলা শনিবার

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন   © টিডিসি ফটো

‘সবাই মিলে এক প্রাণ পঞ্চাশে জাবি পরিসংখ্যান’ স্লোগানে আগামী ১৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের ৫০ বছর পূর্তি উৎসব। এ দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, ‘পরিসংখ্যান বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ। আমাদের বিভাগের ১৩তম ব্যাচের মাধ্যমে জাবিতে এ্যালামনাই এসোসিয়েশনের যাত্রা শুরু। সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য আব্দুল হামিদ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত থাকবেন।’

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ ও বর্তমান উপাচার্য উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন যে ৪টি বিভাগের একটি পরিসংখ্যান বিভাগ। গত ৫০ বছরে এ বিভাগের অনেক অর্জন। দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নেই। শুধু দেশেই নয়, দেশের বাইরেও আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থী গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করে চলেছে। বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন আরও আগেই হওয়ার কথা ছিল কিন্তু করোনা মহামারীর কারণে বার বার পিছিয়ে গেছে। অবশেষে আগামী ১৯ মার্চ আমরা অনুষ্ঠানটি উদযাপন করতে চলেছি।’

আরও পড়ুন : এক দশকে কলায় পিএইচডি পেয়েছেন ২৮৮ জন, বিজ্ঞানে ৪০

অধ্যাপক মুজিব আরও বলেন, বুধবার সকাল ৮ টায় বিভাগ প্রাঙ্গণে অভ্যর্থনা ও উপহার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে। এরপর সকাল ৯.৩০ টা থেকে বর্ণাঢ্য র‍্যালি, ১১.০০ টায় জহির রায়হান মিলনায়তনে আলোচনা সভা, বিকাল ৩.০০ টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে স্মৃতিচারণ ও আড্ডা এবং সন্ধ্যা ৬.০০টা থেকে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। রাত ১১টায় এ্যালামনাইদের বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হবে।

তবে হলে না ওঠায় ও ‘বিচ্ছিন্ন’ থাকার ফলে ৫০ তম ব্যাচের অংশগ্রহণের সুযোগ থাকছে না। প্রয়াত শিক্ষকদের সম্মাননার আয়োজন করা হয়েছে৷

জানা গেছে, সুবর্ণজয়ন্তী উপলক্ষে রেজিষ্ট্রেশনকারীর সংখ্যা ২৪০০। এর ভিতর পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ১৭৬৬জন। দেশের বাইরে থেকে শতাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন তাদের ভিতর অনেকেই সরাসরি অংশগ্রহণ করার জন্য দেশে এসেছেন আবার অনেকে অনলাইনে যুক্ত হবেন।


সর্বশেষ সংবাদ