ভালোবাসা দিবসে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও)
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫০ PM
বিশ্ব ভালোবাসা দিবসে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ’। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে নানান স্লোগান দেয়া হয়।
এ সময় তারা নিজেদের সিঙ্গেল দাবি করে ‘অ্যাকশন-অ্যাকশন, সিঙ্গেলদের অ্যাকশন, ‘কাপলদের বিরুদ্ধে অ্যাকশন-অ্যাকশন’, ‘দুনিয়ার সিঙ্গেল এক হও লড়াই করো, ‘জয় সিঙ্গেল’, ‘একটা একটা ডাবল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর’সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি শাহরিয়ার নাদিম শয়ন, সাধারণ সম্পাদক সাকিবুল সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক তুহিনসহ পরিষদের বিভিন্ন হলের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ভালবাসার কোন বন্ধন নেই। আমরা বিয়ের আগে এই ভালবাসাকে মানি না। পুজিবাদীর পিছনে সময় নষ্ট না করে আসুন তারুণ্যের পিছনে। সবাই এক সঙ্গে গা মিলিয়ে আমরা সোনার বাংলা গড়ে তুলবো।
তারা আরও বলেন, ভালোবাসা দিবস বলতে কিছু নেই। এই ভালোবাসা দিবসের সৃষ্টি কীভাবে হয়েছে আপনারা জানেন। তাই ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের প্রাণপ্রিয় এ ক্যাম্পাসে যাতে কেউ বিশেষ করে কোনো বহিরাগত কোনো ধরনের অপকর্ম করতে না পারে সে জন্যই আমাদের এ কর্মসূচি।