অর্থাভাবে পড়ালেখা বন্ধ হতে যাচ্ছে রাবি শিক্ষার্থীর

মেধাবী ছাত্রী রিপা আক্তার
মেধাবী ছাত্রী রিপা আক্তার  © সংগৃহীত

চরম হতদরিদ্র অসহায় এক পরিবারের মেয়ে রিপা। তিন ভাই বোন নিয়ে পাঁচ সদস্যের অভাবী সংসার তাদের। সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা সুরুজ্জামানের একজন সামান্য দিনমজুর। কোনো রকম এক বেলা খেয়ে না খেয়ে ২ মেয়ে, ১ ছেলেসহ ৫ জনের সংসার চালান। বর্তমানে অর্থাভাবে তার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম। কিন্তু মেধাবী শিক্ষার্থী রিপা পড়াশোনা চালিয়ে যেতে চায়। তার এই ইচ্ছার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সঙ্কট।

অনেক কষ্টে সাহায্য-সহযোগিতা আর সামান্য টিউশনির টাকা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয়েছেন। কিন্তু এখন লেখাপড়ার ব্যয় কিভাবে জোগাড় হবে এই দুশ্চিন্তায় এখন ঘুম হারাম তার।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাবি, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

রিপার পরিবারসূত্রে জানা যায়, রিপা জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পেয়েছেন গোল্ডেন এ প্লাস। বাড়িতে বসেই পরিশ্রম করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন। এবার ঢাবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ২৯৬তম স্থান লাভ করেন। রাবির ভর্তি পরীক্ষাতেও মেধা তালিকায় ৪৪৬ তম স্থান লাভ করেন। সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি (জেএসটি) পরীক্ষাতেও অংশ নিয়ে ৬৪.৭৫ নাম্বার পান।

স্বপ্ন ছিল ঢাকা অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। কিন্তু সামর্থ্য তো নেই। পেটই চলে না সেখানে আবার লেখাপড়া। আর ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া তো স্বপ্নের মতো। অর্থাভাবে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোচিং করতে পারেননি।

মেধাবী ছাত্রী রিপার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে। উপজেলার সরকারী মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তার বাবা নানা শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না। টিউশনি করে পাওয়া সামান্য টাকা দিয়ে এতদিন কোন রকম নিজের লেখাপড়া চালিয়ে নিয়েছেন রিপা।

আরও পড়ুন: আবার নারায়ণগঞ্জের মেয়র আইভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা অনেক ব্যয়বহুল হবে এই ভেবে সেখানে ভর্তি না হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স এ ভর্তি হন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও এখন তার দুশ্চিন্তা পড়ালেখা কিভাবে চলবে। পড়ালেখার ব্যয় কিভাবে নির্বাহ হবে। কোথায় পাবো টাকা। অর্থের অভাবে বন্ধ হয়ে যাবে না তো লেখাপড়া?

রিপা জানান, অনেক কষ্ট, সংগ্রাম আর লড়াই করে জীবন যুদ্ধে টিকে আছি। লেখাপড়া চালিয়ে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। কিন্তু লেখাপড়ার খরচ কিভাবে নির্বাহ করবো সে টেনশনে আমার ঘুম হয় না।

তিনি আরও বলেন, প্রতি মাসে লেখাপড়া এবং অন্যান্য খরচ হিসাবে প্রায় ৫ হাজার টাকার মত প্রয়োজন হয়। কিন্তু আমার পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা কোনোভাবেই সম্ভব না।


সর্বশেষ সংবাদ