সিন্ডিকেট সভা

ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত

০১ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩১ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, আজকে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্রিয়ায় আমরা প্রবেশ করব। আমরা এটা শুরু করব তবে শুরু করার আগে আমাদের প্রস্তুতি প্রয়োজন রয়েছে। সে প্রস্তুতির জন্য আমাদের চিকিৎসা অনুষদের ডিনকে আহ্বায়ক করে একটা কমিটি করা হয়েছে। সে কমিটি কবে থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে তার একটা নীতিমালা প্রণয়ন করবে

এছাড়াও সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ২৯ জন গবেষককে পিএইচডি এবং ১৩ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।

সভায়, বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ না করায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক নাফিজ জামান শুভকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার বরাত দিয়ে সিান্ডকেট সদস্য ড. মো. মিজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জিওগ্রাফির একজন শিক্ষক পিএইচডি করতে গিয়েছিল বাইরের দেশে, তিনি দীর্ঘদিন বিনা ছুটিতে দেশের বাইরে অবস্থান করছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২০১৮ সালে এজন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্টের আলোকে তাকে নোটিশ দেয়া হয়েছে।

পেশা ব্যবসায়ী, ঢাবি ছাত্র হান্নান মাসউদের সম্পদ নাহিদ ইসলাম…
  • ০১ জানুয়ারি ২০২৬
যশোরে জামায়াতের প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল
  • ০১ জানুয়ারি ২০২৬
দেশে এক প্রেমিক, বিদেশে আরেক—আপত্তিকর ভিডিও, অতঃপর...
  • ০১ জানুয়ারি ২০২৬
প্রতিস্থাপন নিয়ে যা বলছে এনটিআরসিএ
  • ০১ জানুয়ারি ২০২৬
প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
  • ০১ জানুয়ারি ২০২৬
পেশায় শিক্ষানবিশ আইনজীবী আখতারের বছরে আয় ৫ লাখ, মোট সম্পদ ক…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!