১০ দিনে ৩ অধ্যাপকসহ ৫ শিক্ষককে হারিয়েছে চবি
- জানে আলম, চবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ০৬:১৪ PM , আপডেট: ২৫ জুলাই ২০২১, ০৭:৩৩ PM
দুরারোগ্য ব্যাধি, করোনাভাইরাস ও বার্ধক্যজনিত কারণে গত ১০ দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্তত ৫ শিক্ষকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছেন উপাচার্য, অধ্যাপক ও বিভাগের পরিচালক। এসব গুণীদের প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি বলে মনে করে কর্তৃপক্ষ। তাদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার।
গত ১০ দিনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুপারনিউম্যারারী অধ্যাপক ড. ইমরান হোসেন, বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. ভূঁইয়া মো ইকবাল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল মোস্তফা, আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক বাসবী বড়ুয়া এবং চবি জাদুঘরের অবসরপ্রাপ্ত কিউরেটর মো. শামসুল হোসাইনকে হারিয়েছে চবি।
সর্বশেষ গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুপারনিউম্যারারী অধ্যাপক ড. ইমরান হোসেন।
এর আগে, গত ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক বাসবী বড়ুয়া দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গত ২২ জুলাই বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. ভূঁইয়া মো. ইকবাল করোনায় মৃত্যুবরণ করেন। ড. ভূঁইয়া মো. ইকবালের মৃত্যুর ৩দিন আগে গত ১৯ জুলাই মৃত্যুবরণ করেন বিশ্বদ্যিালয়ের জাদুঘরের অবসরপ্রাপ্ত কিউরেটর মো. শামসুল হোসাইন।
এর আগের দিন গত ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, পদার্থবিদ্যা বিভাগের সাবেক সভাপতি, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও সাদার্ণ ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল মোস্তফার হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আখতার বিশ্ববিদ্যালয়ের এমন উজ্জ্বল নক্ষত্রদের প্রয়াণে গভীরভাবে শোক দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে মৃত্যুবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াও প্রয়াত শিক্ষকদের স্মরণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সম্প্রতি প্রয়াত শিক্ষকগন স্ব-স্ব বিভাগে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। তাদের চলে যাওয়া বিশ্ববিদ্যালয়ের অনেক বড় শূন্যতা তৈরী হলো। বিশ্ববিদ্যালয় তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।