সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বাধা দিলে দাঁতভাঙা জবাব: সাদ্দাম

১৮ মার্চ ২০২১, ০৬:০৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন © ফাইল ফটো

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বাঙালির নৈতিক দায়িত্ব, এ উদযাপন যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করতে চায় তাদের দাঁতভাঙা জবাবের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সাদ্দাম বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে তখন সাম্প্রদায়িক সন্ত্রাস ছড়ানো হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর জাতীয় উদযাপনের সাথে সংহতি প্রকাশ না করে একটি জনবিচ্ছিন্ন শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকা শহরে বিভিন্ন ধরনের তথাকথিত রাজনৈতিক কর্মসূচি দেয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, স্বাধীনভাবে বসবাসের অধিকারকে যারাই ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে নেমে আসবে।

বামজোটের নেতাদের উদ্দেশ্য করে সাদ্দাম বলেন, এ বামপন্থী সংগঠনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এসব প্রগতিশীল সংগঠনগুলো যখন দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে, তখনই তারা নীরবতা পালন করে। অথচ আরেক দেশের সাম্প্রদায়িক ঘটনা নিয়ে তাদেরকে বিক্ষোভ করতে দেখা যায়। একইভাবে সুনামগঞ্জে হামলার পর তারা মুখে কুলুপ এঁটে বসে আছে।

এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাধন, মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমিন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাদল প্রমূখ।

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫