ঢাবিতে কুকুরের কামড়ের শিকার এক নারী

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কুকুরের কামড়ে এক নারী আহত হয়েছেন। আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর এলাকায় অজ্ঞাত ওই নারী কামড়ের শিকার হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থল থেকে ওই নারীকে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছে। তবে তার নাম-পরিচয় জানাতে পারেননি প্রক্টর। 

প্রক্টর বলেন, কুকুরের কামড়ের শিকার ওই নারী কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিংবা বহিরাগত, নাকি কোন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর আত্মীয়— এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। তারপর নাম-পরিচয় বলা যাবে।

আহাদুল শাকিল নামে প্রত্যক্ষদর্শী ঢাবির এক ছাত্র জানান, ভিসি চত্বরে অজ্ঞাত এক মহিলাকে কুকুর কামড় দিয়েছে। তিনি ওখানে বসে ছিলেন, হঠাৎ করে কুকুরটি এসে কামড় দিয়েছে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর কুকুরটিকে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে দেখা গেছে বলেও তিনি জানান।


সর্বশেষ সংবাদ