বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশন চান জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

৩১ আগস্ট ২০২০, ০৭:৫৬ PM
উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ

উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ © ফাইল ফটো

১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনায় দেশি-বিদেশি শক্তির মুখোশ উন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। তিনি বলেছেন, কোন হত্যাকাণ্ডই তামাদি হতে পারে না। যারা অপরাধী তাদের মরণোত্তর বিচার হতে পারে। এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ও মাস্টারমাইন্ডদের সম্পর্কে জানতে পারবে।

আজ সোমবার (৩১ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর সিদ্ধান্ত সব বিষয়ে ছিলে সুদূরপ্রসারী। তিনি জাতিসংঘে তাঁর ভাষণে নিউ ইকোনমিক অর্ডারের কথা বলেছেন, যেখানে কোন বৈষম্য নেই। আইনের শাসনের কথা তিনি শুধু মুখে বলে যাননি তাঁর ব্যক্তি জীবনে তিনি প্রাকটিস করে গেছেন।

বঙ্গবন্ধুর গুণাবলি উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি একজন মহান নেতা ছিলেন না। তিনি ছিলেন মানব সভ্যতার অবিসংবাদিত নেতা। বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও আদর্শসহ সবকিছু তিনি মনে প্রাণে ধারণ করেছেন। তিনি ছিলেন স্টার অরগানইজার।

তিন বলেন, নিউজ ইউক বলেছিল বঙ্গবন্ধু ছিলেন ‘পোয়েট অফ পলিটিক্স’। তবে তিনি শুধু পোয়েট অফ পলিটিক্সই ছিলেন না, তিনি ছিলেন একজন আর্টিস্ট। তিনি যুদ্ধক্ষেত্রে সুনিপুণভাবে একজন দক্ষ শিল্পীর মতো তাঁর সমর পরিকল্পনা একেঁছিলেন। যা চূড়ান্ত বিজয়ে আমরা লক্ষ্য করেছি।

সাকিবের ফেরা নিয়ে বিসিবিকে স্পষ্ট বার্তা তামিমের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এক বিএনপি প্রার্থীকে দুই শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
হিজাব-নিকাব পরা নারীদের নিয়ে ছাত্রদল নেতা— ‘দেখলে ভয় লাগে, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেরোবি শিক্ষক তাবিউরের নিয়োগ বাতিলে আইনি বাধা নেই, ফেরত দিত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পরিপত্র জারি, দেখুন এখানে
  • ২৭ জানুয়ারি ২০২৬
সেই পরিচালক নাজমুল কী ফিরেছেন? যা জানাল বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬