ঢাবি ভর্তি পরীক্ষা শুরুর পরও কেন্দ্রে ঢুকছেন অনেক ভর্তিচ্ছু

বিকেল তিনটা ৪০ মিনিটের পর কার্জন হল কেন্দ্রে দৌঁড়ে প্রবেশ করছেন এক ভর্তিচ্ছু
বিকেল তিনটা ৪০ মিনিটের পর কার্জন হল কেন্দ্রে দৌঁড়ে প্রবেশ করছেন এক ভর্তিচ্ছু  © সংগৃহীত

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সাড়ে তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। তবে নির্ধারিত সময়ের পর অনেক ভর্তিচ্ছুকে কেন্দ্রে ঢুকতে দেখা গেছে। এমনকি পরীক্ষা শুরুর ১০ মিনিট পরও কেন্দ্রে দৌঁড়ে প্রবেশ করতে দেখা গেছে অনেককেই।

আজ সকাল থেকে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্যাম্পাস ও নির্বাচন কমিশনে যাতায়াত এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষার কারণে রাস্তায় যানজটের কবলে পদে তারা। ফলে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।

কার্জন হল কেন্দ্রে দৌঁড়ে প্রবেশ করছেন এক ভর্তিচ্ছু, এমন একটি ভিডিও শেয়ার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ফেসবুকে লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষা শুরু ৩টা ৩০ মিনিটে। এখন সময় ৩টা ৪১ মিনিট। অসংখ্য শিক্ষার্থীরা দৌঁড়াইয়া ঢুকছে এখনো। আমাদের একজন নেতা আছেন। নেতার জন্য পুরো ঢাকা ব্লক। নাগরিকদের ভোগান্তি, সময় জ্ঞান নিয়ে নেতাদের ভাবার সময় নাই। নেতাদের প্রটোকল জরুরি। আই হ্যাভা প্লান। এমন নেতা লন্ডনে থাকায় ভালো।’

ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ফেসবুকে লেখেন, ‘আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদেরকে নিয়মানুযায়ী বিকাল ৩টার মধ্যে হলে প্রবেশ করতে হবে এবং সাড়ে ৩টায় পরীক্ষা শুরু হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধে রাস্তাঘাটের সার্বিক যানজট বিবেচনায় পরীক্ষার্থীদের বিকাল সাড়ে ৩টায় পরও প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!