ঢাবির পরিবহনে যোগ হচ্ছে ডাকসুর একগুচ্ছ উদ্যোগ

১৫ অক্টোবর ২০২৫, ০১:৩০ AM
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সাথে ডাকসু প্রতিনিধিরা

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সাথে ডাকসু প্রতিনিধিরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার জন্য একগুচ্ছ উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার (১৪ অক্টোবর) ডাকসু ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানান ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

ডাকসুর নেওয়া উদ্যোগ গুলো হল: ‘আমাদের লাল বাস’ লাইভ ট্র্যাকিং অ্যাপ চালু, মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর অবস্থান, সময়সূচি ও রুট সংক্রান্ত তথ্য রিয়েল টাইমে জানতে পারবেন। আগামী বৃহস্পতিবার চালকদের মধ্যে অ্যাপটির সরাসরি ট্রায়াল শুরু হবে। সবকিছু সফলভাবে সম্পন্ন হলে আগামী রবিবার থেকেই শিক্ষার্থীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

ক্যাম্পাসের অভ্যন্তরে রিকশা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে একটি নতুন প্রকল্প চালু। আগ্রহী রিকশাচালকদের তালিকা তৈরি, নির্দিষ্ট পোশাক ও ভাড়ার চার্ট প্রস্তুত করা হয়েছে। খুব শীঘ্রই প্রজেক্টটি বাস্তবায়ন শুরু হবে। পূজার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সকল বাসের যান্ত্রিক ত্রুটির তালিকা তৈরি করে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করা হয়েছে। 

এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সাথে অনুষ্ঠিত এক বৈঠকে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক ও পরিবহন বিভাগের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য: প্রতিটি রুটে সন্ধ্যাকালীন ট্রিপ চালু করা, বাস ডিপো বিকেন্দ্রীকরণ করে উন্নতমানের বাস ব্যবস্থা করা, নারী শিক্ষার্থীদের জন্য নতুন বাস ক্রয়ের উদ্যোগ নেওয়া, বন্ধের দিন অন্তত ১টি আপ-ডাউন ট্রিপ চালুর প্রস্তাব,  বসন্ত, শ্রাবণ ও ক্ষণিকা রুটের সমস্যা সমাধান, ক্ষণিকা রুটের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফি ফ্রি করার উদ্যোগ, কুমিল্লা ও ভাঙ্গা রুট চালুর সম্ভাবনা যাচাই এবং বাস চালকদের ডোপ টেস্টের আওতায় আনা।

গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9